জুলাই ১৪, ২০২২
কালিগঞ্জ প্রেসক্লাবে সংবিধান লঙ্ঘন ও ত্রুটিযুক্ত ভোটার তালিকা দিয়ে পাতানো নির্বাচন বন্ধের দাবি
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ প্রেসক্লাবে সংবিধান লঙ্ঘন ও ত্রæটিযুক্ত ভোটার তালিকা দিয়ে পাতানো নির্বাচন বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জানিয়েছেন বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নিকট এই লিখিত আবেদন দেয়া হয়। এছাড়াও সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনের পাশাপাশি সাতক্ষীরা পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ (ওসি), দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি/সম্পাদক ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর অনুলিপি প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। আবেদন সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলায় বিভিন্ন পত্রিকায় কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক নিয়ম মেনে কালিগঞ্জ প্রেসক্লাবে সদস্য হওয়ার জন্য গত ২০/০৬/২০২২ খ্রি. তারিখের মধ্যে আবেদন ফরম জমা দেন। কিন্তু কালিগঞ্জ প্রেসক্লাব এর কার্যনির্বাহী কমিটি গঠনতন্ত্র না মেনে প্রেসক্লাবকে কুক্ষিগত করে বছরের পর বছর নিজেদের দখলে রাখার উদ্দেশ্যে তাদের সদস্য না করে গৃহপালিত নামসর্বস্ব পত্রিকার সাংবাদিকদের সদস্য অন্তর্ভুক্ত করেন। অনেক পত্রিকার প্রকাশনা দীর্ঘদিন যাবত বন্ধ থাকলেও সেসব পত্রিকার সাংবাদিকদেরও সদস্য করা হয়েছে। গঠনতন্ত্র মোতাবেক সদস্য হওয়ার জন্য এসএসসি পাশের যোগ্যতা থাকতে হবে বলে উল্লেখ থাকলেও সস্প্রতি প্রকাশিত ভোটার তালিকায় অনেক সদস্যের নাম দেখা গেছে যারা এসএসসি পাশ নন। যে সব পত্রিকা সাতক্ষীরা জেলা সদরসহ জেলার প্রত্যেক উপজেলায় বিপনন নেই সে সব পত্রিকার সাংবাদিকদের সদস্য করা যাবে না বলে নিয়ম থাকলেও অনেক সদস্য আছেন যাদের পত্রিকা কালিগঞ্জ উপজেলা এলাকায়ই আসে না, এমনকি জেলা সদরেও সেই পত্রিকার বিপনন হয় না। তারা আরও জানান, গঠনতন্ত্র মোতাবেক সুষ্ঠুভাবে যাচাই বাছাই করলে যে ৫৯ জনকে ভোটার হিসেবে উল্লেখ করে তালিকা প্রদর্শন করা হয়েছে তার অর্ধেকের বেশী ভোটার হতে পারবেন না। গঠনতন্ত্র লঙ্ঘন করে তৈরীকৃত ভোটার তালিকার মাধ্যমে পাতানো নির্বাচন বন্ধে অতিদ্রæত কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করলে কালিগঞ্জ প্রেসক্লাবে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং প্রকৃত সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হবে। কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বীরমুক্তিযোদ্ধা কাজী মোফাখখারুল ইসলাম নীলু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিলকৃত আবেদনপত্রের অনুলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকজন সাংবাদিকের লিখিত আবেদনের কপি পাওয়ার পর আমরা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত তিন কমিশনার বৈঠক করেছি। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে এব্যাপারে পরামর্শ নিতে গেলে তিনি প্রেসক্লাবের গঠনতন্ত্র মেনে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেছেন। গঠনতন্ত্র অনযায়ী নির্বাচন পরিচালনা করার ব্যাপারে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর বলে জানান তিনি। 8,591,017 total views, 7,703 views today |
|
|
|