জুলাই ১৪, ২০২২
কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: ঢাক- ঢোলের বাজনা আর গানের তালে তালে কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। বুধবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের তুলাকাঠি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ানরা। কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) হালিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মিসেস হালিম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল গফ্ফার, ৪,৫ ও ৬ ওয়ার্ডের সদস্য তাহমিনা কবির মিনা, ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবু মুসা সরদার, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার প্রমুখ। লাঠি খেলা দেখতে দূর-দূরন্ত থেকে ছুটে এসেছেন দর্শকরা। যুবসমাজের মূল্যেবোধের অবক্ষয় রোধে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন রাখতে পারে কার্যকরী ভূমিকা মত সকলের। নিয়মিত এ ধরণের আয়োজনের দাবি দর্শকদের। 8,591,619 total views, 8,305 views today |
|
|
|