জুন ১৯, ২০২২
আশাশুনির খাজরায় বরসিতে উঠল ৮ কেজি ওজনের ভেটকি মাছ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার উপকুলীয় উপজেলা আশাশুনির প্রতাপনগর কুড়িকাউনিয়া লঞ্চঘাট এলাকায় কপোতাক্ষ নদীতে বড়সিতে পাওয়া গেছে ৮ কেজি ওজনের ভেটকি মাছ (কুরাল মাছ)। গতকাল রবিবার সকালে মাছটি পেয়েছেন মৎস্যজীবী নুর ইসলাম মোড়ল। কুড়িকাউনিয়া গ্রামের মৎস্যজীবী নুর ইসলাম মোড়ল জানান, আমি নদীতে জাল, বরসি ফেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। আজ সকালে নদীতে বরসি দিয়ে মাছ ধরছিলাম। হঠাৎ ভেটকি (কুরাল) মাছটি ধরা পড়েছে। মাছটি বাড়িতে পুকুরে রেখেছি। আগামীকাল (সোমবার) সকালে প্রতাপনগর বাজারে নিয়ে বিক্রি করবো। স্থানীয়রা জানান, নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন মৎস্যজীবী নুর ইসলাম। প্রতিদিনের ন্যায় তিনি সকালে কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় ওই মাছটি তার বরসিতে ধরা পড়ে। মাছটি ওজন দিয়ে দেখা গেছে আট কেজি হয়েছে। মাছটি ক্রয় করার জন্য বিভিন্ন মানুষ ইতিমধ্যে তার সাথে যোগাযোগ শুরু করেছেন। তারা প্রতি কেজি ৮০০ টাকা দিতে চাইছেন। তবে মাছটি যিনি নদী থেকে পেয়েছেন তিনি সোমবার সকালে হাটে তুলে বিক্রি করতে চান। জীবিত মাছটি এখন তার বাড়িতে পুকুরে রেখেছেন। প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবু দাউদ ঢালী জানান, নুর ইসলাম মোড়ল নামের একজন মৎস্যজীবী বড় একটি ভেটকি (কুরাল) মাছ পেয়েছেন বলে জেনেছি। 8,608,118 total views, 15,997 views today |
|
|
|