জুন ১৪, ২০২২
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা উপলক্ষে জরুরী সভা
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অমর স্মুতিকে চির জাগরুক রাখার নিমিত্তে ও স্কুল পর্যায়ে কোমলমতি শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগীতার ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা জাকজমকপুর্ন ও সফলভাবে সমাপ্ত করার লক্ষ্যে ইউনিয়ন কমিটির এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৪জুন) সকাল ১১টায় খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন কমিটির সভাপতি ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিমের সভাপতিত্বে এ জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম,ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল গনি,বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম,দীনেশ চন্দ্র মন্ডল,প্রধান শিক্ষক কালিকিংকর,শিবপদ মন্ডল,ইউপি সদস্য মফিজুল ইসলাম,মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিষ্ণুপদ গাইন,আবু তাহের প্রমুখ বক্তব্য রাখেন এ মতবিনিময় সভায় আগামী ১৬জুন ফাইনাল খেলা কাপসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও প্রতিটি খেলায় সকল শিক্ষার্থী,শিক্ষক,ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি বৃদ্ধিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও উক্ত ফাইনাল খেলা উপভোগ করার জন্য উপজেলা নিবার্হী অফিসার,আশাশুনি থানার ওসি,উপজেলা শিক্ষা অফিসারসহ আমন্ত্রীত অতিথিদের আগমন নিশ্চিতকল্পে নানা পদক্ষেপ নেওয়া হয়। ফাইনাল খেলায় বালক পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম তুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা পর্বে দক্ষিণ গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ফটিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে। 8,609,792 total views, 1,449 views today |
|
|
|