জুন ২, ২০২২
নওয়াবেঁকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন সম্পন্ন
আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ৪২ নং নওয়াবেঁকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। ছাত্র-ছাত্রীদের প্রাপ্য অধিকার আদায়ের লক্ষ্যে ও ছোট থেকে নেতৃত্ব প্রদানের সক্ষমতা বৃদ্ধির জন্য বৃহস্পতিবার (২ জুন) সারা দেশের ন্যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়। এসময় ৪২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে নির্বাচন কমিশনার, পোলিং অফিসার, আনসারসহ পিজাইডিং অফিসারের উপস্থিতিতে বিদ্যালয়ের খুদে ভোটাররা নিজ নিজ পছন্দের প্রার্থীদের জয়ী করার লক্ষে তাদের ভোট অধিকার প্রয়োগ করে। এরই ধারাবাহিকতায় সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সেই কাঙ্খিত ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন নাহার। নির্বাচনে সমগ্র বিদ্যালয় ব্যাপী ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ১৭০ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন চতুর্থ শ্রেনীর ছাত্র রুবায়ের জামান (রামিম)। এছাড়া তুমুল প্রতিদ্বন্দীতার মধ্য দিয়ে মাত্র দুই ভোটের ব্যবধানে একই ক্লাসের আফরিন শরিফ ১৬৮ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাসপিয়া রাহি ১৬৫ভোট পেয়ে তৃতীয় স্থান এবং একই ক্লাসের শিক্ষার্থী কাবিরুল এলাহী (সুনান) ১৫২ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেন। ৪২ নং নওয়াবেঁকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচিত জয়ী প্রার্থীরা সকলের কাছে দোয়া চেয়েছেন। যাতে করে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম যে জার স্থান থেকে যথাযথভাবে পালনের সাথে স্কুলের নিয়ম, শৃঙ্খলা, বজায় রেখে ছাত্র ছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান করে বিদ্যালয়ের সুনামের ধারা অব্যাহত রাখতে পারে। 8,605,032 total views, 12,911 views today |
|
|
|