মে ২৬, ২০২২
কলারোয়ায় রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি কর্তৃপক্ষের অবহেলায় ঘটছে দুর্ঘটনা
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া টু খোরদো সড়কের বাজার সংলগ্ন ইয়ারআলী মোড়েরস্থ রাস্তার উপর উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনের ১১টি খুটি রাস্তার মধ্যে রেখেই রাস্তা প্রশস্তকরনের কাজ চলছে। খুঁটিগুলোকে ঘিরে রাস্তার প্রশস্তকরনের খোড়াখুড়ি ইট বালু খোয়া বিছানো ও রাস্তার রুলিং এর কাজ করা হচ্ছে। কিন্তু এলাকাবাসীরা জানান রাস্তার খনন কাজের মধ্যে খুটিগুলো থাকায় রাস্তার নির্মাণ কাজের ক্ষতি হচ্ছে এবং যে কোন সময় খুটি হেলে পড়তে পারে। তাছাড়া রাতের অন্ধকারে বিভিন্ন ধরনের গাড়ী চলতে যেয়ে প্রতিনিয়ত ঘটছে বড় ধরনের দূর্ঘটনা। এ সব ঝুঁকির মধ্যে প্রতিদিন এ সড়কে দিয়ে পথচারী ও যানবাহন চলাচল করছে। পথচারী কুদ্দুস জানান, রাস্তার উপর বিপজ্জনক খুঁটি রেখেই সড়ক বাড়ানো কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। কলারোয়া উপজেলা প্রকৌশলী নাজিমুল হক জানান, আমরা রাস্তা বাড়ানোর টেন্ডার দেওয়ার আগে পল্লী বিদ্যুতের উধ্ধর্তন কর্তৃপক্ষের নিকট খুঁটি সরানো জন্য লিখিত আবেদন করেছি কিন্তু কর্তৃপক্ষ তারপরেও বৈদ্যুতিক খঁটি সরিয়ে নেয়নি। তিনি আরো বলেন এই কাজটি বাস্তবায়ন করতে সরকারের ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় হবে। এই রাস্তা বাস্তবায়ন করছে ঢাকার টি-বক্স কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারী কোম্পানির প্রকৌশলী সোহান জানান বৈদ্যুতিক খুঁটি বিদ্যুৎ সঞ্চালন চলছে তবুও নিরাপদ দুরত্ব বজায় রেখে আমরা ৬০ ভাগ কাজ শেষ করেছি। আমরাও পল্লী বিদ্যুতের ডিজিএম বরাবর আবেদন করেছি এবং মৌখিক ভাবেও বহুবার তাগিদ দিয়েছি কিন্তু কোন কাজের সাড়া পাচ্ছিনা। কলারোয়া জোনাল অফিসের পল্লী বিদ্যুতের ডিজিএম তুষার কান্তি জানান খুঁটি সরানোর প্রক্রিয়া চলছে এবং খুব দ্রæত সরিয়ে নেওয়া হবে। 8,584,724 total views, 1,410 views today |
|
|
|