মে ২৪, ২০২২
কুশুলিয়া ইউনিয়নের মোল্লের পুকুর খনন কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালি গ্রামের মোল্লের পুকুর খনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকাল ১০ টার দিকে জেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ও কালিগঞ্জ উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় এ খনন কাজের উদ্বোধন করেন কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ। এসময় চেয়ারম্যান বলেন, ১৯০২ সালে এই অঞ্চলের মানুষের সুপেয় পানির চাহিদা পূরণের লক্ষ্যে ৮ বিঘা জমির উপর পুকুরটি খনন করা হয়। ১২০ বছর পর পূণরায় পুকুরটি খনন করা হচ্ছে। এই পুকুর খনন শেষ হলে এই অঞ্চলের মানুষের সুপেয় পানির চাহিদা পূরণ হবে। আমি চাই কুশুলিয়া ইউনিয়নের প্রতিটি কাজ স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। আমি সবসময় কাজের তদারকিতে থাকবো, তারপরও আপনারা যারা স্থানীয় আছেন তারা অবশ্যই সিডিউল অনুযায়ী ঠিকাদারের কাছ থেকে কাজ বুঝে নিবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 8,601,334 total views, 9,213 views today |
|
|
|