প্রেস বিজ্ঞপ্তি : জেলা তথ্য অফিস সাতক্ষীরার আয়োজনে শনিবার বিকাল ৪টয় কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক” প্রকল্পের অধীনে জিওবি খাতের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ শামছুর রহমান, উপসচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল হাকিম, চেয়ারম্যান, মথুরেশপুর ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, কালিগঞ্জ, সাতক্ষীরা। জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক উঠান বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন। জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারি তথ্য অফিসার মোঃ রমজান আলী, মহিলা ইউপি সদস্য জাহানারা বেগম প্রমুখ। এলাকার সাড়ে তিন শতাধিক নারী-পুরুষ ও শিশু উঠান বৈঠকে অংশ নেয়।