মে ১৬, ২০২২
আশাশুনির কাকবাসিয়া বেড়ী বাঁধে ভয়াবহ ফাটল দিয়ে পানি ঢুকছে
নিজস্ব প্রতিনিধি : আশাশুনির আনুলিয়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দিয়ে ভিতরে পানি ঢুকছে। দ্রæত বাঁধ রক্ষায় এগিয়ে না এলে বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আতঙ্ক বিরাজ করছে। আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া খেয়াঘাটের দক্ষিণ পাশে অনুমান ১০০ হাত দূরে বেড়িবাঁধের নিচের দিকে সোমবার দুপুর ১২ টার দিকে ফাটলের সৃষ্টি হয়। প্রায় ৫ ফুট-৪ ফুট ব্যাসার্ধের এ ফাটল দিয়ে বাঁধের ভিতরে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। জোয়ার চলাকালীন ২ ঘন্টা পানি ভিতরে ঢোকে। ভাটা হওয়ার পর পানি ওঠা বন্ধ হয়। ভাটায় পানি নেমে গেলে বস্তায় বালিমাটি ভরে ফাটলটির মুখে ফেলে পানি ওঠা বন্ধের প্রাথমিক চেষ্টা শুরু করা হয়। পরবর্তী জোয়ারের আগে এটা বন্ধ না করা গেলে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা ও কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা বিরাজ করছে। এ ব্যাপারে আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ জানান, ঘোঘা (ফাটল) দিয়ে ভিতরে পানি ওঠা শুরু হলে বন্ধের জন্য চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। ভাটার সময় বস্তায় বালি ভরে ফেলে পানি ওঠা বন্দের চেষ্টা করা হবে। তিনি বলেন, বিষয়টি পাউবো’র এসও ও উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে। জরুরী ভাবে বস্তা ও বাঁধ রক্ষায় এগিয়ে আসতে অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান জানান, পানি ওঠার খবর জেনেছি। পাউবো’র কর্মকর্তাকে অবগত করেছি। দ্রæত ব্যবস্থা নিতে বলেছি। 8,611,949 total views, 3,606 views today |
|
|
|