মে ৯, ২০২২
খাজরায় মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ ও কমপ্লেক্স ভবন নির্মাণে কচ্ছপ গতি
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নে খাজরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ ও কমপ্লেক্স ভবন নির্মানে কচ্ছপগতির অভিযোগ ওঠেছে। তথ্যানুসন্ধানে জানা যায়,২০১৯ সালে ৪ঠা এপ্রিল ভবন নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পটির কাজ থেমে থেমে এ পর্যন্ত এসে পৌছিয়েছে। নির্মাণের কাজের এ কচ্ছপ গতির কারণে সরকারের সুনাম নষ্ট হবে বলে মুক্তিযোদ্ধাদের দাবি। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল অভিযোগ করে বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত করে চলেছে। তারই ধারাবাহিকতায় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ ও কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শুরু হয়েছিল। কিন্ত ঠিকাদারী প্রতিষ্ঠান শেষ সময়ে এসে গড়িমসি করার কারণে কমপ্লেক্স ভবনটি আমরা ব্যবহার করতে পারছি না। আমাদের সকল মুক্তিযোদ্ধাদের দাবি অচিরেই কমপ্লেক্স ও স্মৃতি সৌধ ভবনটি নির্মাণ কাজ শেষ করে হস্তান্তর করা হোক। এ বিষয়ে আশাশুনি উপজেলা প্রকৌশলী অফিসে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অফিসের ব্যবহৃত নম্বরটি কেউ রিসিভ না করায় কোন মতামত নেওয়া সম্ভব হয়নি।
প্রকল্পটি সর্ম্পূকে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান কে জানালে তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে দ্রæত এর সমাধান করবেন বলে জানিয়েছেন।
কাজের সাইডে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন লোকজন সা থাকায় মতামত নেওয়া সম্ভব হয়নি। 8,612,827 total views, 4,484 views today |
|
|
|