এপ্রিল ২৬, ২০২২
কালিগঞ্জে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জলবায়ু পরিবর্তন জ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে স্থানীয় স্টেক হোল্ডারদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয়ের আয়োজনে, বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভ্যান্সড স্ট্যাডিজ (বিসিএএস) ঢাকা’র বাস্তবায়নে ও স্থানীয় এনজিও মিশন মহিলা উন্নয়ন সংস্থার সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন মনা। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন এনজিও’র প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। 8,605,904 total views, 13,783 views today |
|
|
|