এপ্রিল ২৩, ২০২২
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র ডাক্তারকে লাঞ্ছিত করার অভিযোগে থানায় জিডি
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তনুশ্রী মল্লিককে (২৫) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গত ২২ এপ্রিল বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যায় ভুক্তভোগী তনুশ্রী মল্লিক কালিগঞ্জ থানায় জিডি করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ তনুশ্রী বিশ্বাস জানান, আমি ও আমার স্বামী ডাঃ শংকর কুমার কালিগঞ্জ হাসপাতালে কর্মরত। গত ২২ এপ্রিল বেলা ১১ টার দিকে ভাড়াশিমলা ইউপি’র মোমরেজপুর এলাকার মৃত রমজান আলী গাজীর ছেলে হাশেম আলী গাজী (৫২) তার শিশু ছেলেকে মৌমাছিতে হুল ফুটাইছে মর্মে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তাৎক্ষণিক আমি হাসপাতালের সেবিকাদের নিয়ে ওই শিশুর শরীর থেকে মৌমাছির হুল উঠিয়ে দেওয়াসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করি এবং জরুরি ভিত্তিতে একটি ঔষধ নিয়ে আসার জন্য প্রেসক্রিপশন করে দিই। এরপর আরও তিনজন মূমুর্ষ রুগি থাকায় আমি তাদের চিকিৎসাসেবা প্রদান করতে থাকি। একপর্যায়ে হাশেম গাজী ঔষধের ওই প্রেসক্রিপশনটি মোড়াইয়ে আমার মুখে ছুড়ে মারে এবং হুমকি ধামকি দিয়ে রোগিটিকে নিয়ে চলে যায়। পরবর্তীতে বেলা সাড়ে ১১ টার দিকে হাশেম আলীর ছেলে রাকিব হোসেন (২৫) সহ আরো ৪/৫ লোক জরুরী বিভাগে প্রবেশ করে সরকারি চিকিৎসা কাজে বাঁধা প্রদান করে আমাকে মারপিট করতে উদ্যত এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ জীবননাশের হুমকি প্রদান করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান জানান, হাসপাতালে কর্তব্যরত সহকারী সার্জন ডাঃ তনুশ্রী মল্লিককে লাঞ্ছিত করার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করা হয়েছে। 8,606,617 total views, 14,496 views today |
|
|
|