মার্চ ২৮, ২০২২
সুন্দরবনে ৭ মৌয়ালের জরিমানা
নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ গহীন অভয়ারন্য অঞ্চলে মধু আহরণের সময় সাত মৌয়ালকে আটক করেছে বনবিভাগের স্মাট পেট্টোল টিমের সদস্যরা। সোমবার সকাল ৭টার দিকে তাদের আটক করা হয়। পরে এঘটনায় উক্ত সাত জেলেকে বনআইনে তাদের কাছ থেকে ৭০হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে। আটক মৌয়ালরা হলেন, শ্যামনগর উপজেলার যাবদপুর গ্রামে আশরাফুল আলীর পুত্র অমিনুর রহমান (৩২), পশ্চিম কৈখালী গ্রামের মেহের উদ্দীন গাজীর পুত্র দিদারুল ইসলাম (৫২), আরশাদ সরদারের পুত্র আনোয়ার সরদার (৪২), শেফা বাউলিয়ার পুত্র আঙ্গর আলী (৩০), বৈশখালী গ্রামের সোহরাব আলীর পুত্র আসলাম ফারুক (৫৫), মৃত খয়রাত গাজীর পুত্র মজিবর রহমান (৫২) ও জয়াখালী গ্রামের আব্দুল মজিদের পুত্র ইসমাইল হোসেন (৩৪)। বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ গহীন অভয়ারন্য আঠারোবেকি এলাকায় কয়েকজন মৌয়াল মধু আহরন করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের স্মাট টিমের দলপতি এফজি হারুনার রশিদের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত সাত মৌয়ালকে আটক করা হয়। এরপর উক্ত সাত জেলের কাছ থেকে বনআইনে ৭০হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 8,610,498 total views, 2,155 views today |
|
|
|