মার্চ ২৪, ২০২২
গণতান্ত্রিক দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার সমান —- --কলারোয়ায় প্রতি মন্ত্রী স্বপণ ভট্রাচার্য্য।
ফারুক হোসাইন রাজ, কলারোয়া: গণতান্ত্রিক দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার সমান। অসম্প্রদায়িক শক্তি ক্ষমতায় এলে দেশের চলমান উন্নয়ন আবারও থমকে দাঁড়াবে। এজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ ভাবে অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ৪১ ভিশনকে বাস্তবায়নে কাজ করার আহŸান করেন। হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের ৫ম দোলযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য্য। বৃহস্পতিবার ( ২৪ মার্চ) দুপুরে সাতক্ষীরা কলারোয়া উপজেলার ৫ নম্বর কেড়াগাছি ইউনিয়নের বাংলাদেশ ও ভারতের বর্ডার সীমান্তে শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমে ‘বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণ কামনায়, ভাগবত আলোচনা, পদাবলী কীর্তন, ভোজন কীর্তন, বাউল সংগীত ও লোক সংগীত’ এ ¯েøাগানকে সামনে রেখে ৫ম দোলযাত্রার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি শ্রী কার্তিক চন্দ্র মিত্র । প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, গণতান্ত্রিক এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার সমান। আমরা সকলে ভাই-ভাই একে অন্যের সাথে বিরোধ অথবা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে সমাজ ও রাষ্ট্রের শান্তির জন্য ঐক্যবদ্ধভাবে বসবাস করে অসাম্প্রদায়িক শক্তিকে রুখে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি হরিদাস ঠাকুর আশ্রমের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী ১মাসের মধ্যে ১০ লক্ষ টাকার সহায়তার ঘোষণা করেন এবং যাতে আশ্রমটি পরবর্তীতে আন্তর্জাতিক মানের তীর্থ কেন্দ্রে রূপান্তরিত হতে পারে এজন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকা তালা কলারোয়া সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপিকে মন্দিরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে একটি চূড়ান্ত মাস্টারপ্ল্যান ডিও লেটার প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানোর পরামর্শ দেন।
হরিদাস ঠাকুর আশ্রমটি যাতে আন্তর্জাতিক মানের তীর্থকেন্দ্রের স্বীকৃতি পায় এজন্য অবকাঠামো নির্মাণ উন্নয়ন কল্পে মন্ত্রিপরিষদ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি। হাজার মানুষের ভক্ত দেখে তিনি খুশি হয়েছেন বলে জানান। আশ্রমের সভাপতি শ্রী কার্তিক চন্দ্র মিত্র বলেন, হরিদাস ঠাকুর আশ্রমের ৫ম দোলযাত্রা গত ২২ মার্চ থেকে শুরু হয় এবং ২৫ মার্চে বাউল সঙ্গিত ও ভক্তি গানের মধ্যে দিয়ে সমাপ্ত হবে। সোনাই নদীর ধারে ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী হওয়াই প্রতিবছর এখানে দু দেশের মানুষের ভ্রাতৃত্ববোধে গড়ে ওঠে এই আশ্রমের মিলনমেলয়। তবে এবছর ভারত থেকে ভক্তরা আসতে পারেনি অনুমতির জটিলতায়। এসময় তিনি মাননীয় মন্ত্রী এমপিসহ প্রশাসন কর্তৃপক্ষের কাছে আহŸান রাখে যাতে আগামীতে ভক্তরা ভরত থেকেও আসতে পারে। আশ্রমে হাজার হাজার ভক্তরা উপস্থিত হলেও সেখানে নারী-পুরুষ ও শিশুদের চাহিদা অনুযায়ী পৃথক স্যানিটেশন ব্যবস্থা নেই চিকিৎসা ব্যবস্থাও এবং দূর থেকে আসা ভক্তদের আশ্রয়ের জায়গাও নেই বলে দাবি করেন তিনি। এই আশ্রম টি আন্তর্জাতিক মানের রূপ নিতে পারে তার সুব্যবস্থা করতে মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় অতিথিবৃন্দের মধ্য থেকে আরও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, বিশাখা তপন সাহা, বেনজির হোসেন হেলাল, অ্যাডভোকেট শ্যামল কুমার ঘোষ, ভূট্রলাল গাইন, ফ্রি বিশ্বজিৎ সাধু শ্রী সুভাষ চন্দ্র ঘোষ শ্রী বিশ্বনাথ ঘোষ, শ্রী তপন কুমার শীল, শ্রী বিশ্বনাথ সাহা, মনোরঞ্জন সাহা, সিদ্ধান্ত চক্রবর্তী চক্রবর্তী, মিলন দত্ত, গোপাল ঘোষ, ওহিদুজ্জামান খোকা প্রমুখ। 8,587,391 total views, 4,077 views today |
|
|
|