মার্চ ২২, ২০২২
নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বিরুদ্ধে তদন্ত শেষ হতে না হতেই অন্যত্র ফের মাদ্রাসা তৈরির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : ভৌতিক ও অবকাঠামো বিহীন নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের বিরুদ্ধে তদন্ত শেষ হতে না হতেই অন্যত্র আবারও অনুমোদন বিহীন অবৈধ মাদ্রাসা তৈরির অভিযোগ উঠেছে। সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ২নং নগরঘাটা ইউনিয়নের নগরঘাটা মৌজার এস.এ ১৬৪৮ নং খতিয়ানের ১৬৮৯ দাগে নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নাম করে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল অবৈধ সুবিধা নিতে থাকে। এঘটনায় নগরঘাটা গ্রামের এলাকাবাসীর পক্ষে নগরঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল করিম বিশ^াস সাতক্ষীরা জেলা প্রশাসক ও তালা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করলে তদন্ত শুরু হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের ০৫.৪৪.৮৭০০.০২৩.০১.০০২.২০-৮৫১নং স্মারকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশ দেন। সরেজমিনে তদন্ত শেষে জেশিঅ/সাত/২০২২/১০১ নং স্মারকে তদন্ত প্রতিবেদনে জেলা শিক্ষা অফিসার উল্লেখ করেন যে, সরেজমিনে দেখা যায় যে, উল্লেখিত জমিতে কোন মাদ্রাসার অবকাঠামো নাই। মাদ্রাসার নামে কোন শিক্ষার্থী পড়ানো হয় তা জানা যায়নি বা কোন মাদ্রাসা কর্তৃপক্ষের সন্ধান ও পাওয়া যায়নি। নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামে কোথায় কোন নথিপত্র পাওয়া যায়নি। মাদ্রাসার নামে কোন শিক্ষক নিয়োগ বা কোন নিয়োগ বাণিজ্যের তথ্য পাওয়া যায়নি। তালা উপজেলা নির্বাহী অফিসার তালা এসিল্যান্ডকে সরেজমিনে তদন্ত করতে নির্দেশ দিলে তালা এসিল্যান্ড তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন যে, বর্ণিত জমিতে কোন মাদ্রাসার অবকাঠামো বা অস্থিত্ব নেই, মাদ্রাসার নামে কোন জায়গায় ছেলে মেয়ে পড়ানো হয়না বা মাদ্রাসার পক্ষে কোন কর্তৃপক্ষের সন্ধান পাওয়া যায়নি। তদন্তকালে অবৈধ লেনদেনের মাধ্যমে শিক্ষক নিয়োগ ও অর্থ বাণিজ্যের তথ্য মেলেনি। এ থেকে বোঝা যায় যে, মাদ্রাসাটির কোন অস্থিত্ব ও অনুমোদন নেই। মাদ্রাসার পক্ষে কোন কাগজ পত্রও দেখাতে পারেনি। ভৌতিক ও অবকাঠামো বিহীন অবৈধ নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামকরণ করে একটি চক্র ফায়দা লোটার চেষ্টা করছে। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরঘাটা পোড়ার বাজার সংলগ্ন আলিম খাঁর বাগানের কবর স্থানের পাশে নতুনভাবে ঐ চক্রটি প্রতারণা করতে অনুমোদন ছাড়াই আবারও মাদ্রাসা তৈরী করছে। মাদ্রাসার নামে কোন নিয়োগ না হওয়া সত্বেও একজন সুপার সেজেছে এবং আরো ৪জন তারা মাদ্রাসার শিক্ষক বলে পরিচয় দিচ্ছে। সচেতন মহল ও এলাকাবাসীর দাবী ভৌতিক ও অবকাঠামো বিহীন নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের বিরুদ্ধে তদন্ত শেষ হতে না হতেই অন্যত্র নিয়ম-নীতির তোয়াক্কা না করে অনুমোদন বিহীন অবৈধ মাদ্রাসা তৈরী দ্রæত বন্ধ করা হোক। তা না হলে অনেক নিরীহ মানুষ প্রতারকদের দ্বারা প্রতারিত হতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রæত আশু হস্তক্ষেপ কামনা করেছে। 8,562,260 total views, 965 views today |
|
|
|