মার্চ ১৭, ২০২২
শ্যামনগরে বালু উত্তোলন: জরিমানসহ আটক দুই
সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগরে অবৈধভাবে নদীর ভূগর্বস্থ থেকে বালু উত্তোলন করা অপরাধে ৫০ হাজার টাকা জরিমানাসহ দুজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১২ টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন ও পদ্মপুকুর ইউনিয়নের মধ্যবর্তী খোলপেটুয়া নদীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ। সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ বলেন, নদীর ভূগর্বস্থ থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এটি যারা করে এবং এই কাজের সাথে যারা জড়িত, তারা দেশ ও রাষ্ট্রের শত্রæ। এদের অপরাধ ক্ষমার অযোগ্য। ১১নং পদ্মপুকুর ইউনিয়ন ভূমি অফিস থেকে তথ্য প্রদানের পর শ্যামনগর থানা পুলিশের ২ জন কর্মকর্তাকে সাথে নিয়ে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এসময় মো. আলফাজ হোসেন (কারগো মালিক), মো. জামাল হোসেন নামে দুইজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করে নগদ অর্থ আদায় করা হয়। এ সময় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তপন কুমার মন্ডল, এসআই মোস্তাফিজুর রহমান, কনস্টেবল মো. ফারুক হোসেন, ভূমি অফিসের মো. মুশফিকুর রহমান, মো. তৌহিদ হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্তব্যরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 8,611,100 total views, 2,757 views today |
|
|
|