মার্চ ১০, ২০২২
দেশপ্রেমী হতে প্রয়োজন সু-শিক্ষা ও আত্মত্যাগ- শফিকুল ইসলাম
ফারুক হোসাইন রাজ, কলারোয়া: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে স্বাধীনতাকামী বাংলার ৩০ লক্ষ জনগোষ্ঠীর আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের বর্বর ইতিহাসের ধারাকে বদলে দিয়ে শান্তিময় বাঙালি জাতি হিসেবে সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে দেশকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যায়। সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এজন্য দেশপ্রেমী মানুষ হওয়া সহজ কথা নয় প্রয়োজন সু-শিক্ষা ও রাষ্ট্রের কল্যাণে আত্মত্যাগ । বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মুজিবুর রহমানের (জীবন ভিত্তিক) উপর ছড়া কবিতা, সঙ্গিত রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন হেলাতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম। সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুর রহিম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজ, অলক কুমার, জি এম আব্দুল হামিদ, আজিজুল ইসলাম, আব্দুল ওহাব, বাসুদেব ঘোষ, রফিউল্লাহ, শফিকুল ইসলাম, অলিউর রহমা, শামসুর রহমান, শাহনাজ পারভীন, আনোয়ারা খাতুন, দেবাশীষ কুমার, রহিমা খাতুনসহ অভিভাবক ও বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী । প্রধান শিক্ষক তার বক্তব্য বলেন, দিবসটি উদযাপনের পাশাপাশি আমরা দুঃসাহসী মুক্তিযোদ্ধা এবং সব নারী ও পুরুষকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি, যাদের আত্মত্যাগে আমরা পাকিস্তানি শোষণের শেকল থেকে মুক্ত হতে পেরেছি। আমরা গভীরতম শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং একইসঙ্গে আমাদের সব জাতীয় নেতাদেরও স্মরণ করি যারা একটি স্বাধীন দেশের কাঠামো তৈরি করে রেখে গেছেন।
তিনি বক্তব্যে আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আসক্ত না হয়ে সকল শিক্ষার্থীকে অবশ্যই পাঠদানের মনোযোগী হতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে কার সাথে ঘুরছে মোবাইলে বা ল্যাপটপে আসক্তি হচ্ছে কিনা, কোন চক্রের শিকার হয়েছে কি না সার্বিক বিষয়ে খেয়াল রাখুন তাহলে সেই সন্তান বিপথে যাবে না এবং তার ভবিষ্যত নষ্ট হবে না। স্বাধীনতার প্রতি আমাদের অঙ্গীকার দেশপ্রেম , আমাদের ভালোবাসা প্রস্ফুটিত হোক! 8,588,255 total views, 4,941 views today |
|
|
|