ফেব্রুয়ারি ২৬, ২০২২
কামারালি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আইন সহায়তা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ার কামারালি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে-সাতক্ষীরা) এ্যাকটিভিটির আওতায় সরকারি আইনগত সহায়তা বিষয়ে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে শনিবার (২৬ ফেব্রæয়ারী) বেলা সাড়ে ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টার যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
কামারালি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিডিও প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে-সাতক্ষীরা এ্যাটিভিটির প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুস আলী, প্রোগ্রাম অফিসার মোস্তাক আহমেদ, মো: মেহেদী হাসান, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: মোশাররফ হোসেন, শিক্ষক রেবেকা খাতুন, মো: গোলাম রসুল, দিপক কুমার। বিতর্ক প্রতিযোগিতার পক্ষে অংশ গ্রহন করেন, বিদ্যালয়ের ছাত্রী সেজ্যোতি, বৈশাখী ও মিম (দলনেতা) এবং বিপক্ষে অংশ গ্রহন করেন, একই বিদ্যালয়ের ছাত্রী প্রাপ্তি দাস, জান্নাতুল ফেরদৌস জুই ও আলিম তাসনিম জেমি (দলনেতা)। উভয় দলর বক্তব্য শুনে প্রতিযোগিতা শেষে বিচারক মন্ডলী পক্ষ দলকে বিজয়ী ঘোষনা করেন এবং পক্ষ দলের বৈশাখীকে শ্রেষ্ঠ বক্তা নির্বাচন করেন। প্রতিযোগীতা শেষে উভয় দলের ছাত্র-ছাত্রীদের হাতে পুরুস্কার তুলে দেন সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষকসহ উপস্থিত অতিথিবৃন্দ। পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে নাস্তা দেয়া হয়। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে ভিডিও প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন কামারালি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী।
8,589,500 total views, 6,186 views today |
|
|
|