ফেব্রুয়ারি ১০, ২০২২
কালিগঞ্জে ভারতীয় চোরাই গরু ছাড়িয়ে দিলেন উপজেলা চেয়ারম্যান: তবে শেষ রক্ষা হয়নি
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ভারত থেকে অবৈধভাবে পাচার হওয়া দুইটি গরু আটক করে জনতা। এরপর শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন গরু দু’টি ছাড়িয়ে নিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি। রাস্তার মধ্যেই গরু দু’টি আটক করে বিজিবি’র সদস্যরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ ফেব্রæয়ারি) দুপুর ২ টার দিকে কালিগঞ্জের মৌতলা এলাকার শিমু রেজা এমপি কলেজের সামনে। সূত্র জানান, বেলা সাড়ে ১২ টার দিকে একটি ইঞ্জিন চালিত টলিতে দুইটি ভারতীয় গরু দেখতে পায় স্থানীয়রা। ওই সময়ে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার আনিস উদ্দিন গাজীর ছেলে টলি চালক আব্দুল কাদেরসহ গরু দু’টি আটক করে জনতা। এরপর জনতা বিষয়টি স্থানীয় সাংবাদিকদের অভিহিত করে। সংবাদকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে টলি চালকের কাছে জানতে চাইলে, ভারতীয় অবৈধ গরু দু’টির মালিক উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলনের মামা শেখ মহাসিন হোসেনের বলে জানান।
তাৎক্ষণিক সাংবাদিকরা কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফাকে ভারতীয় চোরাই গরু দু’টির বিষয়ে অবহিত করে। পরবর্তীতে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ০১৭১১-৪৫১৮৮৭ নাম্বার দিয়ে ফোন দেন এক সাংবাদিকের কাছে।
এরপর উপজেলা চেয়ারম্যান বলেন, শ্যামনগর উপজেলার পশ্চিম ধুমঘাট এলাকায় তার মামার শেখ ডেইরি ফার্ম নামে একটি গরুর খামার রয়েছে। সেখানে ভারতীয় ও দেশি ৬০-৭০ টি গরু রয়েছে। এছাড়া টলিতে গরু দুটি দেশীয় বলে চ্যালেঞ্জ ছোড়েন তিনি। নাম প্রকাশ না করার শর্তে নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটালিয়নের এক কর্মকর্তা বলেন, গরু দুটি বিজিবি’র হেফাজতে রয়েছে। যাচাই-বাছাই চলছে। ভারতীয় প্রমাণ হলে নিলামের মাধ্যমে বিক্রি হবে বলে জানান তিনি। 8,613,650 total views, 5,307 views today |
|
|
|