জানুয়ারি ৩, ২০২২
কলারোয়ার দুই ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় দুটি ইউনিয়নে দুস্থ অসহায় পরিবারের শীতার্ত ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন। সোমবার (৩ জানুয়ারী) দুপুরে উপজেলার ৮নং কেরেলকাতা ইউনিয়নের বলিয়ানপুর সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন কার্যালয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী ২৫০ পিছ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন সংগঠনটির সভাপতি শকিলা ইয়াসমিন মেরী। সংগঠনটির নির্বাহী পরিচালক হাফিজুর রহমান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও সুলতানা জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ এছমত আরা বেগম, ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা অজিয়ার গাজী, বীর মুক্তিযোদ্ধা সাকার উদ্দীন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সহ সভাপতি ডাক্তার আব্দুল করিমসহ সামাজিক রাজনৈতিক ব্যক্তি ও স্বেচ্ছাসেবীবৃন্দ। ফাউন্ডেশনের সভাপতি শকিলা ইয়াসমিন মেরী জানায়, বাল্যবিবাহ প্রতিরোধসহ সামাজিক অঙ্গনে বিশেষ ভুমিকা রেখে ২০০৮ সাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর থেকে নিবন্ধন নিয়ে অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে সেবামূলক কার্যক্রম করছেন। 8,590,886 total views, 7,572 views today |
|
|
|