ডিসেম্বর ২৩, ২০২১
কালিগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলায় তামাক নিয়ন্ত্রণ বাস্তববায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তববায়ন টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে মতামত উপস্থাপন করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এড. জাফরুল্লাহ ইব্রাহিম, সাংবাদিক আশেক মেহেদী প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমানের সঞ্চালনায় সভায় তামাকজাত দ্রব্যের ক্ষতিকারক বিষয়সমূহ তুলে ধরেন স্যানিটারী ইন্সপেক্টর আব্দুস সোবহান। সভায় কমিটিতে কয়েকজন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিকে উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন টাস্কফোর্স কমিটিকে কোঅপ্ট এবং উপজেলা এলাকায় তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন কার্যকরী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 8,620,305 total views, 11,962 views today |
|
|
|