অক্টোবর ৬, ২০১৮
প্রধানমন্ত্রী চান বাংলার মানুষ সম্মানের সাথে মাথা উচুঁ করে বেঁচে থাকুক: ইসমাত আরা সাদেক
কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও মর্যাদা বাড়াতে একটি বাড়ি একটি খামারের মতো অনেক প্রকল্প গ্রহণ করেছেন। আপনারা এক সময় বিভিন্ন সমিতির কিস্তি দিতে গিয়ে সর্বশান্ত হয়েছেন। এমন কি নারীদের নাকের ফুল বিক্রি করে কিস্তির টাকা পরিশোধ করতে হয়েছে। প্রধানমন্ত্রী একজন নারী বলেই তিনি নারীদের কষ্ট বুঝেন। তিনি চান বাংলার মানুষ সম্মানের সাথে মাথা উচুঁ করে বেঁচে থাকুক। এই চিন্তা নিয়ে তিনি শুধু শহর নয় গ্রামের মানুষের উন্নয়নেও বিভিন্ন প্রকল্প নিয়েছেন। একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধিকাংশ সদস্য নারী। ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা আবার নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনেন। 8,583,286 total views, 11,056 views today |
|
|
|