নভেম্বর ৩০, ২০২১
তালায় পাউবো কর্মকর্তাদের সাথে স্টেকহোল্ডারদের মতবিনিময়
তালা প্রতিনিধি : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে তালায় কপোতাক্ষ, শালতা, বেতনা-মরিচ্চাপ, হরি-মুক্তেশ্বরি নদী অববাহিকার অধিবাসী ও পানি কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ স্বাক্ষরের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের এসডিই মুন্সী আছাদুল্লাহ, এসডিই মো. মিজানুর রহমান, এসও সাকিল আহমেদ ও এসও ইউসুফ মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির নেতা সাংবাদিক মিজানুর রহমান, কল্যাণ ব্যানার্জী, আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান বিষ্ণু পদ দত্ত, আ. রাজ্জাক মলঙ্গী, অধ্যাপক হাসেম আলী ফকির, শেখ সেলিম আকতার স্বপন, বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দীন জোয়ার্দার, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক অচিন্ত্য সাহা, সরদার ইমান আলী, সফিকুল ইসলাম, আব্দুর রউফ বাবু, মো. রুহুল আমিন, সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, গাজী জাহিদুর রহমান, পানি কমিটি নেতা মীর জিল্লুর রহমান, গাজী শহীদুল্লাহ, সাবিনা ইয়াসমিন, গুলশান আরা, শিবপদ মল্লিক, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, যুব পানি কমিটির সদস্য মুজাহিদ গোলদার, উত্তরণের দিলীপ কুমার সানা, হাসান আব্দুল্লাহ রাফাত, ইকবাল হোসেন লাভলু, ফাওজুল কবীর, মো. আল আমিন প্রমুখ। উক্ত সভায় এই অঞ্চলের সকল নদী, জীববৈচিত্র্য ও পরিবেশসহ জনপদ রক্ষায় পলি ব্যবস্থাপনাই অন্যতম উপায় বলে বক্তারা জানান। তাই পাউবো’র কাছে এ অঞ্চলের সকল মানুষের বাদী যাতে সকল প্রকল্পে পলি ব্যবস্থাপনা কার্যক্রম সংযুক্ত করে তা বাস্তবায়ন করা হয়। 8,590,383 total views, 7,069 views today |
|
|
|