নভেম্বর ৩০, ২০২১
শ্যামনগরে ভর্ত‚কী মূল্যে কৃষি যন্ত্র বিতরণ
এস, এম, মোস্তফা কামাল : শ্যামনগরে ভর্ত‚কী মূলে কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) শ্যামনগর উপজেলা চত্বরে সরকারি কৃষি ৭০ভাগ ভর্ত‚কীতে ৬ জন কৃষকের মাঝে ৪টি কম্বাইন হারভেস্টার মেশিন, ১টি ধান কাটার মেশিন ও ১টি রাইস ট্রান্স প্লানার মেশিন বিতরণ করা হয়। এ সময় শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস, এম, আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষিকর্মকর্তা এস, এম, এনামূল ইসলাম, উপজেলা সহকারী উদ্ভিদ কর্মকর্তা মো. জিয়াউল হক, মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান দি মেটাল প্রা. লি. পক্ষে সিনিয়র টেরিটরী অফিসার মাকসুদুর রহমান, টেরিটরী অফিসার শামীম আহম্মদ ও মেটাল ডিলার মো. আমীন প্রমুখ উপস্থিতি ছিলেন। ভর্ত‚কী মূল্যে কৃষি যন্ত্র প্রাপ্ত কৃষকেরা হলেন- দেউলিয়া গ্রামের রেজাউল করিম, রুদ্রপুর গ্রামের রমজান হোসেন, খানপুর ইছাকুড় গ্রামের আব্দুল গফুর কাগুচী, যাদবপুর গ্রামের আব্দুর রহমান, জেলেখালী গ্রামের প্রশান্ত কুমার মন্ডল ও রামজীবনপুর গ্রামের মাহমুদুল হাসান। ৭০% সরকারি কৃষি ভর্তূকী ও ৩০% কৃষক ভর্তূকীতে মেশিনটি ব্যয় ভার বহন করে। শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে খামার যান্ত্রিককরণ প্রকল্পের আওতায় এসব কৃষি যন্ত্র বিতরণ করা হয়। 8,619,832 total views, 11,489 views today |
|
|
|