নভেম্বর ১৮, ২০২১
রোটারী ক্লাব অব সুন্দরবন এর উদ্যোগে চক্ষু শিবির
এস,এম,মোস্তফা কামাল: শ্যামনগরে রোটারী ক্লাব অব সুন্দরবন ও রোটারী ক্লাব অব ঢাকা মহানগর এর যৌথ উদ্যোগে চক্ষু চিকিৎসা ও লেন্স সংযোজন অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) নকিপুর সরকারী এইচ,সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সাইট সেভার্স ও খুলনা বি,এন,এস,বি চক্ষু হাসপাতালের সহযোগীতায় আর্ত-মানবতার সেবায় রোটারীর উদ্যোগে বিনামূল্যে ৬ শত রোগীকে চক্ষু চিকিৎসা সেবা ও লেন্স সংযোজন কার্যক্রম অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব সুন্দরবন এর সভাপতি জি,এম, শরিফুল আলম মুকুল এর সার্বিক পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নওয়াবেঁকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল-মেহেদী (লিটন), নকিপুর সরকারী এইচ,সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, ক্লাবের পাষ্ট প্রেসিডেন্ট কামরুল করিম বাবু, পাষ্ট প্রেসিডেন্ট প্রকৌশলী জি,এম আজমুল গফুর মুকুল, পাষ্ট প্রেসিডেন্ট মফিদুল ইসলাম টুটুল, ক্লাব সদস্য শচীন সাহা ও রয়েল সাতক্ষীরা পাষ্ট প্রেসিডেন্ট ডেপুটি গভর্ণর আসাদুজ্জামান আসাদ প্রমূখ। ১৫০ জন চোখের ছানি পড়া রোগীকে চিহ্নিত করে পর্যায়ক্রমে তাদেরকে বিনামূল্যে লেন্স সংযোজনের নিমিত্তে¡ খুলনা বি,এন,এস,বি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হবে। অন্যান্য রোগীদেরকে চিকিৎসা সেবা ও চশমা প্রদান করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ডাঃ অয়ন সেন, ডাঃ অপূর্ব পাল সহ ৬ জন ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। রুগীরা তাদের এ ধরনের সেবা পেয়ে কর্তৃপক্ষদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
8,620,541 total views, 93 views today |
|
|
|