নভেম্বর ১৩, ২০২১
শ্যামনগরে পরিত্যক্ত অবস্থায় হরিণের মাংস উদ্ধার নিয়ে ধূম্রজাল
আল হুদা মালী, গাবুরা শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ। শনিবার দুপুর ১২টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহম্মদের নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার চৌদ্দরশি ব্রিজের নিচ থেকে ককসিটে ভরা ১৩ কেজি হরিণের মাংস উদ্ধার করে। এ সময়ে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ শিকারীর দল দ্রæত পালিয়ে যায়। উদ্ধারকৃত হরিণের মাংস মাটিতে পুতে ফেলা হয়েছে বলে জানান বনবিভাগ। দিনের আলোয় সংঘবদ্ধ চোরাশিকারি দ্রæত পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে এলাকায় গুঞ্জনের সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, হরিণ শিকারির দল ককসিটে হরিণের মাংস ভরে অন্য কোথাও পাচার করছিলো। ঘটনার সাথে জড়িতদের শনাক্তকরণের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। ককশিটে নাম ও ফোন নাম্বারের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে বন বিভাগের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, হরিণের মাংসের ককসিটে হাসান ও একটা ফোন নাম্বার দেয়া আছে। বিষয়টা আমি পরে জানাব বলে তিনি আশ্বাস দেন। 8,621,499 total views, 1,051 views today |
|
|
|