নভেম্বর ১৩, ২০২১
পর্যাটন শিল্পের উন্নয়নে রাস্তাঘাটসহ উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে -- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
![]() সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: শ্যামনগরের মুন্সীগঞ্জে আকাশলীনা রেস্ট হাউসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। এ সময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, সাবেক শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে কর্মরত (এনডিসি) আবু সায়েদ মোঃ মনজুর আলম, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজার গিফারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্ল্যাহ, প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহিনুল ইসলামসহ আরও অনেকে। জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম আকাশলীনা টুরিজমে রেষ্ট হাউসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে শ্যামনগর উপজেলা মসজিদের খতিব মুফতি আব্দুল খালেক দোয়া পরিচালনা করেন। তিনি আরও বলেন, সুন্দরবনের যাতে সহজে মানুষ আসতে পারে, দেখতে পারে, আরো বেশি পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, প্রকৃতিকে ঠিক রেখে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ার চেষ্টা করছে সরকার। জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর সুন্দরবনের কলাগাছিয়া পিকনিক স্পট পরিদর্শন করে খুলনার উদ্দেশ্য রওনা দেন। 8,396,204 total views, 637 views today |
|
|
|