অক্টোবর ৩১, ২০২১
শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে বালু উত্তোলন করে অবৈধ জায়গা দখলের অভিযোগ
এস এম মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে বালু উত্তোলন করে অবৈধ জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়রা জানান,নওয়াবেঁকী বাজারের খোলপেটুয়া নদী সংলগ্ন জায়গায় নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি ইউপি সদস্য সৈয়দ কামালের ছোট ভাই আবুল হাসান অবৈধভাবে বাজারের জায়গা দখল করতে বালু ভরাট ও ব্যবসা করছে। স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানান, বার বার নিষেধ করা সত্তে¡ও আবুল হাসানকে জায়গা দখলের কাজে তাকে থামানো যাচ্ছে না। আটুলিয়া ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামান কে জানানোর পরেও কাজটি চলমান থাকায় মোটা অংকের আর্থিক লেনদেনের বিষয়টি সর্বত্রে লোকমূখে বাক্যালাপ চলছে।এভাবে নওয়াবেঁকী বাজারের জায়গা দখল অব্যহত থাকলে চান্দিনা জায়গাও বেদখল হওয়াটা অস্বাভাবিক কিছুই না।নায়েব আশরাফুজ্জামান আটুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর থেকে নওয়াবেঁকী বাজারের অবৈধ ভাবে পাকা ছাদ দিয়ে দোকান তৈরীর হিড়িক পড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, জনৈক আবুল হাসান বালি উত্তোলন করে অবৈধভাবে জায়গা দখল করার অনেকেই অভিযোগ করায় তিনি বালি উত্তোলনে জায়গা বরাটের সত্যতা পেয়েছেন,যা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ছেন।নায়েব আশরাফুজ্জামান এর কাছে একাধিক বার মোবাইল করা হলেও তার সংযোগ পাওয়া যায়নি।স্থানীয়রা জানান,আবুল হাসানের বিরুদ্ধে অগণিত মামলা রয়েছে।আবুল হাসানের সাথে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও না পাওয়ায় তার ভাষ্য জানা সম্ভব হয়নি।
8,622,277 total views, 1,829 views today |
|
|
|