অক্টোবর ২৬, ২০২১
কলারোয়ায় চিকিৎসা সহায়তা চেক বিতরণ
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ১৭ জন দুস্থ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসুস্থ রোগীদের মাঝে আট লাখ পঞ্চাশ হাজার টাকার চিকিৎসা সহায়তা চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু এসকল চেক বিতরণ করেন। কলারোয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরে আলম নাহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, দে। শের গাঁ গ্রামের অসহায় অভাবগ্রস্থ পরিবারের মানুষের দুঃখ-দুর্দশার কথা বোঝেন বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্যান্সার কিডনী লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইসিস জন্মগত হৃদ্রোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের জন্য সরকারের বিশেষ উদ্যোগ চলমান চিকিৎসা সহায়তা অনুদানের আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক আবেদনকারিদের মধ্যে থেকে যাচাই বাছাই করে ১৭ জন রোগীর মাঝে বিতরণ করা হয়েছে। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা নাজিমুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি গ্রামের সাবেক ইউপি সদস্য আসলাম আলী দুলাল প্রমূখ। 8,604,399 total views, 12,278 views today |
|
|
|