অক্টোবর ১৩, ২০২১
দেবহাটায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন রুহুল হক এমপি
দেবহাটা প্রতিনিধি: শারদীয় দুর্গা উপলক্ষে দেবহাটার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। বুধবার (১৩অক্টোবর) মহা অষ্টমীর পূজার দিন সন্ধ্যায় দেবহাটার কুলিয়ার পুষ্পকাটিতে পৌঁছালে তাকে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, মনিরুল ইসলাম মনি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, যুগ্ম-সম্পাদক আনারুল হক, যুগ্ম সম্পাদক আযহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর ও সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবর আলম খোকন, দেবহাটা ইউপি চেয়ারম্যান আবু বক্কর, কুলিয়ার প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক বিধান বর্মন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক লাভলু বিশ্বাস, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর গাজীসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। দেবহাটা উপজেলার বহেরা, কুলিয়া, পারুলিয়া, সখিপুর, দেবহাটা ও নওয়াপাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য রুহুল হক। তিনি পূজা মন্ডপ গুলোর সার্বিক পরিস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং স্বাস্থ্য বিধি মেনে পূজা উদযাপন করার পরামর্শ দেন। 8,402,316 total views, 735 views today |
|
|
|