অক্টোবর ১০, ২০২১
তালায় বাকি না দেয়ায় মুদি দোকানে হামলা আহত ৩
তালা প্রতিনিধি: বাকিতে মালামাল বিক্রি করতে রাজি না হওয়ায় তালার শুভংকরকাটী গ্রামে শেখ আশরাফ আলীর মুদি দোকানে হামলা চালানো হয়েছে। হামলাকালে দুর্বৃত্তরা ভাঙচুর সহ লুটপাট করে। এসময় বাঁধা দিতে আসায় নারী-পুরুষসহ ৩জন গুরুতর আহত হয়েছে। ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্থ দোকান মালিককে মামলা না করার জন্য দফায় দফায় হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার শুভংকরকাটী গ্রামের মৃত শেখ তয়েজ উদ্দীন’র ছেলে শেখ আশরাফ আলী জানান, গ্রামের ভিতর বাড়ির পাশে তার মুদি দোকান রয়েছে। এই দোকান থেকে একই গ্রামের মৃত শেখ বাবর আলীর ছেলে শেখ মারুফ হোসেন দীর্ঘদিন ধরে বাকিতে মালামাল ক্রয় করে আসছে। কিন্তু তার কাছে পাওনা টাকা চাইলে সে নানান তাল বাহানা করে। গত ৬ অক্টোবর সন্ধ্যায় মারুফ দোকানে এসে আবারও বাকিতে মাল কিনতে চায়। কিন্তু তাতে রাজি না হলে সে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি দিলে তার সাথে বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষন পর মারুফের নেতৃত্বে একই এলাকার সোহরাব মীর, শুকুর আলী মীর ও রাহেল মীর পরিকল্পিত ভাবে দোকানে এসে আকস্মিক হামলা সহ দোকান ভাঙচুর করতে থাকে। হামলায় দোকান মালিক শেখ আশরাফ আলী গুরুতর আহত হয়। এসময় সংবাদ পেয়ে আশরাফের ভাই শেখ ইমদাদুল ও বোন হাসিনা বেগম এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাদেরকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় ইমদাদুল ও হাসিনা বেগমকে ওই রাতে তালা হাসপাতালে ভর্তি করা হয়। আশরাফ আলী আরও জানান, হামলাকারীরা দোকান ও আসবাবপত্র ভাঙচুর, মালপাতি তছনছ করা সহ লুটপাট করে প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। এরপরও তারা মামলা না করার জন্য নানান হুমকি দিয়ে আসছে। এঘটনায় রোববার (১০ অক্টোবর) ভুক্তভোগী আশরাফ আলী বাদী হয়ে তালা থানায় অভিযোগ দায়ের করেছেন। 8,592,475 total views, 354 views today |
|
|
|