অক্টোবর ৬, ২০২১
চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলেন নাতি নানীর অবস্থা আশঙ্কাজনক
শেখ শাওন আহমেদ সোহাগ: অবশেষে নিষ্ঠুর পৃথিবীকে ধিক্কার জানিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো কালিগঞ্জে নলতার অগ্নিদগ্ধ সেই ৮ বছর বয়সী নাজমুল ইসলাম। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এছাড়া নানাী ফতেমা বেগম’র (৫২) অবস্থাও আশঙ্খাজনক বলে জানা গেছে।
নিহতের নানা উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামের মৃত জব্বার আলী সরদারের ছেলে আব্দুর সাত্তার সরদার (৬২) জানান, গত ৭/ ৮ মাস পূর্বে উপজেলার ভাঙানমারি এলাকার নওয়াব আলী গাতিদারের ছেলে সবুজ গাতিদার (৩৫) এর সাথে তার মেয়ে নাজমা খাতুনের (২৮) ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়।
বিগত ৩/৪ মাস পূর্বে জামাতা সবুজসহ তার পরিবারের সদস্যদের সাথে বণিবনা না হওয়ায় মেয়ে নাজমার সাথে সবুজের বিবাহ বিচ্ছেদ হয়। ওই আক্রোশে সবুজ তাদেরকে জীবননাশের হুমকি দিয়ে আসছিলো। প্রথমে তাদের দু’জনকে আশঙ্খাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। মঙ্গলবার দিবাগত রাতে মৃত্যুর কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জানিয়েছে নাতী নাজমুল ইসলাম। এছাড়া তার স্ত্রীর অবস্থাও আশঙঙ্খাজনক বলে জানিয়েছেন তিনি। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় গত ২ অক্টোবর সবুজ গাতিদারসহ ৪ জনকে আসামি করে মামলা হয়েছে। আমরা অভিযান চালিয়ে ৩ অক্টোবর বিকেলে সাতক্ষীরা শহর থেকে প্রধান আসামি সবুজ গাতিদারকে আটক করি। পরদিন ৪ অক্টোবর সকালে আসামি সবুজকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দী দিয়েছে। মামলার অন্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
8,404,870 total views, 3,289 views today |
|
|
|