সেপ্টেম্বর ২, ২০২১
শোভনালীর মরিচ্চাপ নদীর উপরের ব্রিজের একপাশে আবারও ভাঙ্গন
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির শোভনালীতে মরিচ্চাপ নদীর উপর নির্মিত ব্রিজের একপাশে ভাঙ্গনের পর সংস্কার করা হলেও মাস না পেরুতেই আবারো ভাঙ্গনের শিকার হয়েছে। ফলে যানবাহন চলাচল হুমকীগ্রস্থ হয়ে পড়েছে। এক মাস পূর্বে ব্রিজের সংযোগ সড়ক দিয়ে উঠে আন্ডারপাসের উপর দিয়ে ব্রিজে উঠলেই উভয় পার্শ্বে ব্রিজের অংশ বিশেষ ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছিল। এনিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট হলে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন ভাঙ্গন স্থানে সংস্কারের ব্যবস্থা করেন। কিন্তু পুনরায় ব্রিজে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ব্রিজটি বেশ উঁচুতে নির্মিত হওয়ায় শোভনালীর দিক থেকে সংযোগ সড়ক বেয়ে উপরে আসা যে কোন যানবাহন নিচু-উপরের কারণে অসাধাণতা বসত গর্তে পড়লে দুর্ঘটনার শঙ্কা বিরাজ করছে।
8,882,235 total views, 1,636 views today |
|
|
|