সেপ্টেম্বর ১, ২০২১
সুন্দরবন প্রবেশের প্রথম দিনেই বনবিভাগের স্টেশন গুলোতে দালালদের সরব উপস্থিতি
জি এম মাছুম বিল্লাহ (সুন্দরবন অঞ্চল) প্রতিনিধি: সুন্দরবনে প্রবেশে অনুমতির প্রথম দিনেই বনবিভাগের স্টেশন গুলিতেই দালালদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। সরেজমিনে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের স্টেশনগুলোতে গতকাল সকাল থেকেই দালালদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ দিন পর জেলেদের সুন্দরবনে যাওয়ার অনুমতি দিয়েছে বনবিভাগ।
বনবিভাগের পক্ষ থেকে বলা হয়েছে দালালরা স্টেশনে প্রবেশ করতে পরবে না। তবে দালালরা বলেছেন আমাদের কাউকে স্টেশনে প্রবেশ করতে নিষেধ করিনি কেউ। ষ্টেশন গুলোতে দেখা যায়, জেলেদের সকল কার্যক্রম নিয়ে ব্যাস্থ সময় পার করছে দালালরা। প্রতি ষ্টেশনে দালালদের জন্য রয়েছে কাগজ পত্র রাখার জন্য স্থান। জানা গেছে, সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশন গুলোতে দুই ডজনের মতো দালালরা দাপিয়ে বেড়াচ্ছে। যার মধ্যে খোদ বুড়িগোয়ালিনী ষ্টেশনে শহিদুল মোল্লা, জালাল মোল্লা,হাসান সরদার, ইসমাইল সানা,আসাদুল, মোকলেছুর। কোবদক ষ্টেশনে লুৎফর, মাসুম। কদমতলা স্টেশনে মতিয়ার রহমান,আজিবার,আমজাদ। কৈখালী স্টেশনে শহীদুল ইসলাম, সালাউদ্দিন এসকল দালালদের কারণে প্রতিনিয়ত হয়রানি হতে হয় জেলেদের।
বনবিভাগের দেওয়া সরকারি সেবা থেকে বনচিত হচ্ছে জেলেরা। সুন্দরবনে সরকারি নিষিদ্ধ সময় ও অভয়ারণ্য এলাকায় মাছ, কাঁকড়া বনবিভাগের কাছ থেকে প্রবেশের অনুমতির নামে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। ভ্রমণের জন্য নতুন বি এল সি, পুরাতন বিএলসি নবায়ন, জেলেদের সরকারি নিয়ম ছাড়া অতিরিক্ত টাকা নিয়ে থাকে। 8,631,532 total views, 11,082 views today |
|
|
|