আগস্ট ৩১, ২০২১
তালায় আগস্ট মাসে ১৫টি বাল্য বিবাহ প্রতিরোধ
বি. এম. জুলফিকার রায়হান, তালা: উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার’র সাঁড়াশি অভিযানে তালায় ১মাসে ১৫টি বাল্য বিবাহ প্রতিরোধ হয়েছে। বাল্য বিবাহ’র শিকার হতে যাওয়া শিশু মেয়েদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। অভিযানে বিয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ সহ অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ-উল-হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. তারেক সুলতান, তালা ও পাটকেলঘাটা থানা পুলিশ, সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির প্রধান মো. সাকিবুর রহমান এবং ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সহযোগীতায় বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বাল্যবিবাহ গুলো প্রতিরোধ করার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট’র ভ্রাম্য মান আদালতে অভিভাবকদের অর্থদন্ড, বিয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং অভিভাবকদের কাছ থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর লিখিত মুচলেকা নেয়া হয়। 8,599,481 total views, 7,360 views today |
|
|
|