আগস্ট ২৫, ২০২১
জাতিসংঘের ইন্টার্ণশিপ প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাতক্ষীরার আসিফ
ডেস্ক রিপোর্ট : আগামী ২৮ ও ২৯ আগস্ট ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের ইন্টার্ণশিপ প্রোগ্রাম। জাতিসংঘের এ প্রোগ্রামে সারা বিশ্বের মোট ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের ইন্টার্ণশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে সাতক্ষীরার কৃতি সন্তান আসিফ নেওয়াজ। তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মো: আকবার আলী মোল্ল্যা ও মোছা: সালমা বেগমের ছেলে। আসিফ নেওয়াজ ২০১০ সালে সাতক্ষীরার পলাশপোল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং ২০১২ সালে সাতক্ষীরা সরকারি কলেজে মানবিক বিষয়ে এইচএসসি পাশ করেন। পরে ভারতের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে সরকারি ভাবে স্কলারশিপ পান। পরবর্তীতে রবীন্দ্র ভারতীতেই সরকারি খরচে মাস্টার্সে ফাস্ট ক্লাস পেয়ে দেশে ফেরেন। আসিফ নেওয়াজ জানান, ‘আমি ছোট থেকে দেশের জন্য ভাবতাম। সেই লক্ষ্য নিয়ে লেখাপড়া করেছি এবং লক্ষ্য অর্জনের পথেই হেঁটেছি’। তিনি আরও জানান, ‘বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য আবেদন করেছি। এছাড়া বেশ কিছু বিশ্ববিদ্যালয় থেকে সাড়াও পেয়েছি। এরই মধ্যে জাতিসংঘের ইন্টার্নশিপ প্রোগ্রামার সম্পর্কে জানতে পেরে দীর্ঘ দুই মাস বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে সফল হয়েছি। এরই ফলশ্রুতিতে জাতিসংঘের ইন্টার্নশিপ প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আসিফ নেওয়াজ আরো জানান, ‘জাতিসংঘের মত জায়গায় আমি বাংলাদেশে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় বাংলাদেশ তথা আমার নিজ জেলা সাতক্ষীরার মুখ উজ্জ্বল করার সর্বাত্মক চেষ্টা করব’। তার স্বপ্ন সম্পর্কে তিনি জানান, ‘আমি অক্সফোর্ড অথবা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা অর্জন করে দেশের এবং দেশের মানুষের সেবা করতে চাই’। তার সকল সাফল্যের জন্য দেশবাসী তথা সাতক্ষীরাবাসীর কাছে দোয়া চেয়েছেন। 8,881,606 total views, 1,007 views today |
|
|
|