আগস্ট ২২, ২০২১
পৌর দিঘিতে সাঁতারের সময় পানিতে ডুবে একজনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা পৌর দিঘিতে গোসল করতে নেমে সাঁতারের সময় পানিতে ডুবে মো. মহিবুল্লাহ (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মো. মহিবুল্লাহ সাতক্ষীরা সদর উপজেলার শাল্লে মাছখোলা এলাকার মৃত দ্বীন আলী সরদারের ছেলে ও সদর সাব-রেজিস্ট্রি অফিসের লকলনবিশ। ঘটনা সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে মো. মহিবুল্লাহ, রেজিস্ট্রি অফিসের সহকারি মো. রাসেল ও সদর সাব-রেজিস্ট্রার গোসল করতে নামে। এ সময় মো. মহিবুল্লাহ ও সহকারি রাসেল দু’জনে দিঘিতে সাঁতরে দিঘির এক প্রান্ত থেকে অপর প্রান্তে সাঁতার কেটে যাওয়ার সময় মাঝপথে মো. মহিবুল্লাহ ডুবে যায়। সহকারি রাসেল তার ভারী দেহ টেনে আনতে না পেরে ঘাটে এসে সাহায্য চাইতে থাকে। সাথে সাথে স্থানীয়রা সাতক্ষীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসলেও সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ডুবুরী দল না থাকায় তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করতে পারেনি। ফায়ার সার্ভিস খুলনায় খবর দিলে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল রাত পৌনে দশটার দিকে এসে উদ্ধার অভিযানে নামে। দীর্ঘ ৪৫ মিনিট খোজাখুজির এক পর্যায়ে রাত ১১টার দিকে মো. মহিবুল্লাহ’র মৃতদেহ উদ্ধার করে ডুবুরী দল। তবে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ডুবুরী দল না থাকার কারণে উদ্ধার অভিযানে বিলম্ব হওয়ায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এ সময় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন ঘটনাস্থলে ছিলেন। তিনি জানান, ‘উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে’। 8,411,608 total views, 10,027 views today |
|
|
|