আগস্ট ১৯, ২০২১
সাতক্ষীরায় সাইবার সুরক্ষা নিশ্চিতকরণে আবিরের ভিন্নধর্মী উদ্যোগ
স্বচ্ছ যুক্তি, স্বচ্ছ সমাধান এই ¯েøাগানকে সামনে রেখে ২০১৮ সালে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার উদীয়মান তরুণ সংগঠক ও যুক্তিবাদী বিতার্কিক শেখ আবির আহম্মেদ স্থানীয় যুক্তিবাদী তরণদেরকে নিয়ে যাত্রা শুরু করে কলারোয়া ডিবেটিং ক্লাবের। কলারোয়া ডিবেটিং ক্লাবের প্রধান কাজ হচ্ছে সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্তির আলো ছড়িয়ে দেওয়া অথাৎ বিতর্ক চর্চা করানো, উগ্রবাদ বিরোধী ক্যাম্পেইন,মাদক বিরোধী ক্যাম্পেইন এবং সাতক্ষীরা জেলায় সাইবার সুরক্ষা নিয়ে কাজ করা। কলারোয়া ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ আবির আহম্মেদ সাইবার সুরক্ষার বিষয়টি নতুনভাবে সাজানোর পরিকল্পনা গ্রহণ করছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব, হুমায়ুন কবির এবং সাতক্ষীরা জেলার সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব, সজীব খান এর সাথে পুরো সাতক্ষীরা জেলা ব্যাপী সাইবার সুরক্ষা নিয়ে কাজ করার জন্য চুড়ান্ত আলোচনা সম্পন্ন হয়েছে। তাঁরা কলারোয়া ডিবেটিং ক্লাবের সকল কার্যক্রমে পাশে থাকার প্রতিশ্রæতি প্রদান করেছেন। কলারোয়া ডিবেটিং ক্লাব “সাইবার সুরক্ষা সাতক্ষীরা” নামে কার্যক্রমটি পরিচালিত করবে। এই কার্যক্রমের মাধ্যমে সাতক্ষীরা জেলার কোনো নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো দ্বারা বøাকমেইলের স্বীকার হলে, ভুক্তভোগী যদি তৎক্ষণাৎ কলারোয়া ডিবেটিং ক্লাবের অফিসিয়াল পেইজে ইনবক্স করে, সাথেসাথেই কলারোয়া ডিবেটিং ক্লাবের সাইবার এক্সপার্ট টিম বিষয়টি বিশ্লেষন করে অপরাধযোগ্য মনে করলে অত্র বিষয়টি সরাসরি সাতক্ষীরা জেলা প্রশাসনকে অবগত করবে এবং সাথে সাথেই জেলা প্রশাসন অপরাধীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ কোরবে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক কর্মশালা, উগ্রবাদ বিরোধী ক্যাম্পেন,মাদক বিরোধী ক্যাম্পেইন এর পাশাপাশি তারা সাইবার সুরক্ষার বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন ক্যাম্পেনের আয়োজন করবে। এছাড়াও কলারোয়া ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবির জানান সাতক্ষীরা জেলায় সাইবার সুরক্ষা নিশ্চিত করার জন্য তারা উন্নতমানের একটি সফটওয়্যার তৈরীর কথা ভাবছেন। এই সফট্যয়ার দ্বারা খুব সহজেই যারা সাইবার বুলিং এর সাথে সম্পৃক্ত তাদেরকে ধরা সম্ভব হবে। কলারোয়া ডিবেটিং ক্লাবে রয়েছে একটি বিশেষ সাইবার এক্সপার্ট টিম। যারা সাইবার সেক্টরে অনেক পারদর্শী। সাতক্ষীরাতে সর্বপ্রথম ভিন্নধর্মী এরকম উদ্যোগ গ্রহণ করার জন্য আবিরকে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সাতক্ষীরার বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ তাকে স্বাগতম জানিয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)।
8,605,831 total views, 13,710 views today |
|
|
|