আগস্ট ৯, ২০২১
সাতক্ষীরায় সিলভার জুবিলী ও জি,এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন
মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট নব-নির্মিত দুই তলা বিদ্যালয় ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন গণমানুষের প্রিয় নেতা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অশ্রæঝরা শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু, বঙ্গমাতা, বঙ্গবন্ধুর পরিবার, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেওয়া শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার নতুন প্রচুর বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষা জীবনে প্রাথমিক স্তরের শিক্ষার মূল্য অনেক বেশি। আমি সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়া-শুনা করেছি। সাতক্ষীরার ঐতিহ্যবাহী দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নব-নির্মিত ভবন উদ্বোধন করতে পেরে খুবই ভাল লাগছে।” 8,411,788 total views, 10,207 views today |
|
|
|