আগস্ট ৭, ২০২১
খলিষখালিতে টিকাদান কার্যক্রম উদ্বোধন
খলিষখালী (পাটকেলঘাট) প্রতিনিধি: পাটকেলঘাটার খলিষখালীতে করোনা ভ্যাকসিনের গণ টিকা দান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৯ টায় খলিষখালী শৈববালীকা মাধ্যমিক বিদ্যালয়ে এ গণ টিকা কার্যক্রম শুরু হয়। টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান। এসময় খলিষখালী ক্যাস্প ইনচার্জ নুর হোসেন খান, উপজেলা স্বাস্থ পরিদর্শক শহিদুল ইসলাম, ট্যাগ অফিসার সন্দিপ মন্ডল, ইউপি সচিব শহিদুল ইসলাম, ইউপি সদস্য গনেশ বর্মন, পংকজ রায়, উত্তম দে, ওসমান শেখ, জালাল মোড়ল, সবুর সরদার, সহ সংক্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক সুলতান ও উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডাঃ রাজিব সরদার টিকাদান কার্যক্রম পরিদর্শনে আসেন। চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান জানান, আজ খলিষখালীতে ৩৩ টি গ্রামের মধ্যে ১ম দিনে ৮ টি গ্রামে ৬০০ জন নারী-পুরুষের মাঝে এ টিকা দেয়া হয়। তিনি জননেত্রী শেখ হাসিনার এ মহত উদ্যেগকে সাধুবাদ জানিয়ে সকলকে কোভিড-১৯ এর টিকা নেয়ার আহŸান জানান। 8,570,284 total views, 8,989 views today |
|
|
|