আগস্ট ৬, ২০২১
সাতক্ষীরায় বাড়ছে সংক্রমণ: উপসর্গে দুই জনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। দীর্ঘ চার মাসের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন। তবে এক দিনের ব্যবধানে করোনা সংক্রমণের হার সামান্য বেড়েছে। মৃত ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ উপজেলা সদরের মীর মোর্শেদের ছেলে রওনাকুল ইসলাম (৬৫) ও তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে আব্দুল খালেক(৫৫)। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জ্বর, সর্দ্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে (আইসোলেশনে) ভর্তি হন রওনাকুল ও আব্দুল খালেক। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৫৬৭ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৫ জন। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের তথ্য কমকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৫১ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৬৮৯ জনের। জেলায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৫৯ জন। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ১০৭ জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ২৯ জন। এর মধ্যে ২৫ জন সামেক হাসপাতালে ও ৪জন বেসরকারি হাসপাতালে। হোম আইসোলেশনে আছেন এক হাজার ৮৭ জন। উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি ১৬৫ জন ও বেসরকারি হাসপাতালে ৫২ জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ২২৭ জন। 8,878,462 total views, 6,410 views today |
|
|
|