আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) উপজেলার বিভিন্ন বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় আশাশুনি সদরের চাম্পাফুল (কালিবাড়ি) বাজারে ব্যবসায়ী সুনীল বিশ্বাসের পুত্র সুব্রত বিশ্বাসকে ৫০০ টাকা, একই বাজারের শান্তিরঞ্জন দেবনাথের পুত্র উৎপল দেবনাথকে ৫০০ টাকা এবং বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজারের ইব্রাহিম হোসেনর পুত্র রিপনকে ৫০০ টাকা, সর্বমোট ১৫০০ টাকা জরিমানা করেন। এছাড়া গাজীরমাঠ, বুধহাটা বাজারসহ বিভিন্ন বাজার এবং বিভিন্ন সড়কে টহল ও অভিযান পরিচালনা করা হয়।