জুলাই ১৬, ২০২১
শ্যামনগরে জেলা প্রশাসকের পালস অক্সিমিটার বিতরণ
গাজী আল ইমরান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জেলা প্রশাসন কর্তৃক কমিউনিটি ক্লিনিক সমুহের মাঝে পালস অক্সিমিটার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) বেলা ৪ টায় উপজেলা নির্বাহী এর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার নব নিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন গ্রামের মানুষেরা করোনার উপসর্গ থাকলেও হাসপাতাল কিংবা ডাক্তারের নিকট যেতে চায়না। অনেকের অক্সিজেনের মাত্রা কমে গেলেও না বুঝতে পারার কারণে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিকে পালস অক্সিমিটার বিতরণ করা হচ্ছে এরই ধারাবাহিকতায় শ্যামনগর উপজেলার ৪১ টি কমিউনিটি ক্লিনিকে আজ পালস অক্সিমিটার বিতরণ করা হয়েছে। মানুষের জ্বর, সর্দি, কাশি কিংবা শ্বাসকষ্ট অনুভব করলে কমিউনিটি ক্লিনিকে গিয়ে অথবা প্রয়োজন বোধে সিএইচসিপি গন রোগীর বাড়িতে গিয়ে অক্সিজেনের মাত্রা দেখে আসতে পারবে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন শাফায়াত, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী,উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাইদ উজ জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, এসিস্ট্যান্ট প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, রিপোর্টার ক্লাবের সভাপতি গাজী আল ইমরান,সিএইচসিপি অবরুদ্ধ কর্মকার সম্পদ সহ ৪১ টি ক্লিনিকের সিএইচসিপি বৃন্দ। 8,637,488 total views, 2,487 views today |
|
|
|