জুলাই ১০, ২০২১
শ্যামনগরের ৮ টি ভারতীয় গরু জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা শ্যামনগরের বাংলাদেশ-ভারত সীমান্ত নদীর মোহনা থেকে নৌকা ভর্তি ৮ টি ভারতীয় গরু জব্দ করেছে কৈখালী কোষ্টগার্ড সদস্যরা। শনিবার ভোরে সীমান্তের পাঁচ নদীর মোহনা থেকে গরুগুলো জব্দ করা হয়। জব্দকৃত গরু ও নৌকার আনুমানিক মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। তবে, কোষ্ট গার্ড সদস্যরা এ সময় গরু চোরাচালানীদের আটক করতে সক্ষম হয়নি। কৈখালী কোষ্টগার্ডের পেটি অফিসার ফুল মোহাম্মাদ সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদ-উল আযহা কে সামনে রেখে সংঘবদ্ধ গরু পাচারকারীর দল ভারত থেকে গরু পাচারের খবর গোপনে জানতে পেরে তার নেতৃত্বে কোষ্টগার্ড সদস্যরা সেখানে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ গরু চোরাচালানী চক্রটি পালিয়ে যায়। এ সময় তারা সেখান থেকে ৮ টি গরু ও একটি নৌকা জব্দ করেন। জব্দকৃত নৌকা ও গরুর মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। জব্দকৃত গরু গুলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্যামনগর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা মতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 8,638,082 total views, 3,081 views today |
|
|
|