জুলাই ৪, ২০২১
কালিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে আঙুল কর্তন
নিজস্ব প্রতিনিধি: জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে কালিগঞ্জের মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ শামছুর রহমানকে (৬৯) কুপিয়ে বাম হাতের আঙুল কর্তন করেছে প্রতিপক্ষরা। এঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী শিক্ষক ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গণেশপুর এলাকার শওকাত হোসেনের ছেলে সোবহান’র (৩৮) সাথে ইউনিয়নের টুবদিয়া মৌজায় ৮ কাঠা জমি নিয়ে শিক্ষক শামছুর রহমানের বিরোধ চলে আসছিলো। যার সূত্রধরে রবিবার (৪ জুলাই) সকালে সোবহান গং দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে শিক্ষক শামছুর রহমানের বসতবাড়িতে প্রবেশ করে বিভিন্ন গাছপালা কেটে জমি ফাঁকা করছিলো। এছাড়া হাতের মধ্যমা আঙুলের বেশ কিছু অংশ কেটে গুরুতর আহত হন শিক্ষক। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে আশঙ্খাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে দ্রæত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক সেলিম রেজা অভিযান চালিয়ে আসামি সোবহানকে আটক করে। এদিকে আসামি সোবহানের স্ত্রীর কাছে এসব ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে সকালে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ওই সময়ে শিক্ষক শামছুর রহমানের হাত কেটে যায়। 8,645,002 total views, 1,354 views today |
|
|
|