জুন ১৩, ২০২১
শ্যামনগরে লকডাউন মানাতে ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে লকডাউন মানে সাধারণ মানুষের কাছে একেবারেই তাচ্ছিল্য হয়ে উঠেছে। মানুষ সচেতন না হয়ে লকডাউন চলাকালীন বাহিরে ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করছে এমন টাই মনে করছে এলাকার সচেতন মহল। সরকার নির্ধারিত সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত দোকান খোলার অনুমতি থাকলেও তা মানছে না ব্যবসায়ীরা। সকাল থেকেই ভিড়ে জমজমাট থাকে বাজার।শাটার বন্ধ করে ভিতরে চলছে বেঁচাকেনা। প্রশাসনের জাড়ির হুইসেল অথবা গাড়ি দেখলেই চলছে শাটার টানার প্রতিযোগিতা। লকডাউনের বিধি নিষেধ মেনে না চলায় ভ্রাম্যমাণ আদালতে নগদ অর্থ জরিমানা এবং ১জনকে জেলা ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (১৩ জুন) বেলা ১১ টায় ৩০ মিনিটে উপজেলার হরিনগর বাজার, সুন্দরবন বাজারসহ বিভিন্ন বাজারে বিধি নিষেধ অমান্য করে দোকান খোলার অভিযোগে ভ্রাম্য মান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। এসময় নকিপুর বাজারে জসীম ট্রেডার্সকে ১০ হাজার টাকা,জসীম হাডওর্য়ার কে ২০ হাজার টাকা, বংশিপুরের একতা চাউল ভান্ডারকে ২০ হাজার টাকা, হরিনগর বাজারের ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা এবং একই সাথে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানানোর অভিযোগে মিষ্টি বিনষ্ট করেন।এসময় লকডাউন অমান্যকরে মানুষ জড় করে হালখাতা পরিচালনা করায় সুন্দরবন বনশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের ঔষধের দোকানে ৫ হাজার টাকা জরিমানা করেন।একই বাজারে একই বাজারে সরকার নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখায় মোজাহার রহমানকে ২ হাজার টাকা এবং ভেটখালি বাজারে সিন সুইফটসকে জরিমানা ২হাজার টাকা জরিমানা করেন। এসময় বংশীপুর বাজারে দোকান খুলে হালখাতা করায় নুরুজ্জামান পিতা-গাজী নিজাম মাঝিকে ভ্রাম্যমাণ আদালতে ১ সপ্তাহের জেল প্রদান করেন। 8,641,224 total views, 6,223 views today |
|
|
|