জুন ২, ২০২১
কলারোয়ার ৩ ইউনিয়নে সন্ধ্যার পর দোকানপাট বন্ধ, চলাচলে কড়া বিধিনিষেধ
কলারোয়া প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে কলারোয়ায় ভারতীয় সীমান্তবর্তী ৩ ইউনিয়নে জনসচেতনতামূলক ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২জুন) পৃথক সময়ে কেঁড়াগাছি,সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়ন পরিষদে ওই ক্যাম্পইন অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, এস,এম মনিরুল ইসলাম,মনিরুল ইসলাম মনিসহ বিজিবি’র প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও স্থানীয় সুধীবৃন্দ। সভায়, সাতক্ষীরা জেলা ব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় কলারোয়া উপজেলার ভারত সীমান্তবর্তী ৩ ইউনিয়ন অতিক্রম করে যাতে অবৈধভাবে মানুষ ইন্ডিয়া-বাংলাদেশ যাতায়াত করতে না পারে সে বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা হয়। এ ছাড়া বিজিবি সদস্যদের পাশাপাশি সকলকে সতর্ক থাকার পরামর্শ ও অবৈধ মানব পাচারের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকল সচেতন মানুষকে অনুরোধ করা হয়েছে। একই সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ২ জুন থেকে যথাক্রমে কেঁড়াগাছি, সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়নে সন্ধ্যা ৭ টার পর ওষুধের দোকান বাদে সকল দোকানপাট বন্ধ রাখা ও বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনায় শাস্তির আওতায় আনা হবে বলে নির্দেশ প্রদান করা হয়েছে। 8,610,276 total views, 1,933 views today |
|
|
|