মে ১৭, ২০২১
তালা মহিলা কলেজের অফিস সহায়কের অকাল মৃত্যু
তালা প্রতিনিধি: তালা মহিলা ডিগ্রী কলেজের অফিস সহায়ক মো. আজিবর রহমান খাঁ (৪৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজেউন)। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এদিন দুপুরে তালা মহিলা কলেজ মাঠে জানাযা নামাজ শেষে উপশহরের সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা নামাজে উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান, সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম. নজরুল ইসলাম সহ কলেজের শিক্ষক, কর্মচারী এবং এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন। জানাযা নামাজে ইমামতি করেন, উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান। মরহুমের ছেলে রাজিবুল ইসলাম রাজু হোসেন জানান, তার পিতা আজিবর রহমান তালা মহিলা কলেজ প্রতিষ্ঠার পর থেকে সেখানে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। বিগত ৪/৫ বছর আগে তিন ব্রেনস্টোকে আক্রান্ত হলে দীর্ঘদিন ধরে অসুস্থ্য হয়ে পড়েন। অসুস্থ্যতাজনিত কারনে সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। 8,605,656 total views, 13,535 views today |
|
|
|