মে ৪, ২০২১
হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের ইন্তেকাল
কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলার হঠাৎ গঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা মরতজা আলী বার্ধক্য জনিত কারণে (৯৫) ইন্তেকাল করেন,ইন্না——রাজি উন। শিক্ষকের স্বজনরা জানায়, মঙ্গলবার (৪ঠা মে) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি বাগাডাঙ্গা গ্রামে তার বাসভবনে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র চার কন্যা নাতি নাতনি সহ অসংখ্য ছাত্র ছাত্রী ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর কাকডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন,মরহুমের পুত্র কাকডাঙ্গা ফাজিল মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা আব্দুল হামিদ। এসময় জানাজা নামাজে অন্যান্যের মধ্যে অংশ গ্রহণ করেন,অধ্যক্ষ মাওঃ রফিকুল ইসলাম,সাবেক অধ্যক্ষ মাওলানা এ বি এম মহিউদ্দিন, মাওলানা আব্দুল বারি, মাওলানা আব্দুল খালেক, ফাইজুর রহমান সিনিয়র সহকারী জর্জ,অধ্যাপক ছানোয়ার হুসাইন, চক্ষু বিশেষজ্ঞ আমিনুর রহমান, চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল,সাবেক চেয়ারম্যান ডাঃ আনিছুর রহমান, আঃরশিদ মিয়া, প্রধান শিক্ষক আজারুল ইসলাম,বদরুজ্জামান,প্রভাষক মনিরুল হুদা,শামছুল আলম সহ মরহুমের অসংখ্য ছাত্র ও বিপুল সংখ্যক মুসল্লী অংশ গ্রহণ করেন। তার জীবনদর্শায় শিক্ষকতা ছাড়াও কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসা ও হঠাৎ গঞ্জ দাখিল মাদ্রসার গভনিং বডির সদস্য এবং কাকডাঙ্গা উঃপাড়া জামে মসজিদের ইমামতি সহ সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজে দায়িত্ব পালন করেন। 8,610,762 total views, 2,419 views today |
|
|
|