নিজস্ব প্রতিনিধি: প্রায় দীর্ঘ ৮ মাস বৃষ্টি নেই উপক‚ল জুড়ে।এক পশলা বৃষ্টির আকুল চাহিদা প্রত্যেক প্রাণীর। বৃষ্টির অভাবে প্রচন্ড খরা তৈরি হয়েছে উপক‚ল জুড়ে।গ্রামের শতকরা ৮০ ভাগ পুকুর এবং পানির আধার শুকিয়ে চৌচির হয়েছে। তপ্ত দুপুরে খোলা মাঠে বৃষ্টির ফরিয়াদ জানিয়ে নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসলমানেরা। শুক্রবার(৩০ এপ্রিল) বাদ জুমা শ্যামনগর উপজেলা সদরের নকিপুর গ্রামে শত শত মুসল্লীদের উপস্থিতিতে নফল নামাজ আদায়ের মাধ্যমে বৃষ্টি চেয়ে ফরিয়াদ করেন তারা। মোল্লা বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা কামাল হোসেন এর পরিচালনায় নামাজ শেষে মুসল্লিরা মোনাজাতে অংশ নেন এবং নিজেদের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন।